ভাবনার পশ্চাতে রয়ে যায় জীবনের ইতিহাস
সেটি কাব্য নয়, নাটক কিংবা নয় উপন্যাস
অপ্রকাশিত ভাষা ঘুমরে মরে রচে অন্তর্দহন
তাইতো কবি নীরব, বসে আছে দেবী মন্দিরে হয়ে নির্জন।
যে ভাষার ঘূর্ণিঝড়ে থরোথরো কাঁপে হৃদয়ের দেয়ালে
তার অনুরণনে হতে তুমি পুলকিত দেখেতিস যদি চেয়ে
পারেনি কবি রচিতে ভাষা চরণ বেদনায়