এই তো পেতেছি হাত, দাও বিষ।
স্বপ্ন আঁজল ভরে দিলো তীব্র হেমলক। রাত্রির নিস্তব্ধতা ভেঙে ছন্দকে বললাম,
আমায় আগমনীর গান শোনাতে পারো?
সে শোনালো বিসর্জনের বাজনা। সমর্পিত হৃদয়ে ঝরে পড়ে
আকাশ ভাঙা বৃষ্টি, আর
চারপাশে নির্বাসিতের গান। অভিমানে স্তব্ধ হয় ভালবাসা।।

