হয়তো আমি চলে যাবো
আসবোনা আর ফিরে,
দেবো না আর সাড়া যতই
ডাকো মধুর সূরে! অন্য কোন পৃথিবীতে
করব বসবাস,
আমায় ভেবে ছেড়ো সেদিন
একটা দীর্ঘশ্বাস! অতৃপ্ত এ আত্মা তাতে
পরম শান্তি পাবে!
আমি বীনা তোমার জীবন
অপূর্ণ কি রবে? সময় হলে যেতেই হবে
প্রাণ তো বাঁধন হারা,
স্মৃতি

