খোলা বাতায়ন বায়ু সারাক্ষণ,
শ্রাবণ কদম ভ্রমর মিলন।
ছোটে মেঘ দল প্রাণ চঞ্চল,
বৃষ্টি ধারায় হৃদয় কোমল। আঁধার রাতের নীরবতা,
ক্লান্ত দেহের প্রাঞ্জলতা।
হুঙ্কার দেয় ঝড়ো হাওয়া,
বিঘ্নিত হয় পরম পাওয়া। অধীর মোহের এ আগ্রহ,
শ্রাবণ মেঘের প্রীতি স্নেহ।
বৃষ্টি জলে ভরল উঠোন,
টাপুর টুপুর সেকি

