আধিপত্য বিস্তার অস্তিত্ব রক্ষার,
সম্মুখে শালিনতা হৃদয়ে অহংকার।
প্রাণ অবরুদ্ধ সুশীতল যুদ্ধ,
জাগ্রত হুঙ্কার অনুরোধে ক্ষুদ্ধ।
শান্তির সন্ধান যন্ত্রণার উত্থান,
বৈধতা বিকৃত বিবেকের বলিদান।
উত্তাল প্রান্তর অশান্ত ভয়ংকর,
অসীম দূরত্ব অসম্ভব উদ্ধার।
নির্ভয় দাম্ভিক, দুরন্ত নির্ভীক,
প্রচেষ্টা হননের প্লাবিত চারিদিক।
অতিশয় ধূর্ত কৌশলী শর্ত,
জঘন্য নিভৃতে বিগ্রহ