শপিং কমপ্লেক্সে, বাসে-ট্রেনে, বই মেলায়,
কিম্বা আশুলিয়ায় বটবৃক্ষ ছায়ায়,
সেদিন আদৌ চিনবে কি আমায়! শিপ্রা, কোনদিন যদি দেখা হয়ে যায়
লন্ডন, টরন্টো, ক্যালিফোর্নিয়ায়,
উইন্ডসর, ওয়াটারলু কিম্বা ভার্জিনিয়ায়,
সেদিন আদৌ চিনবে কি আমায়! শিপ্রা, কোনদিন যদি দেখা হয়ে যায়
শ্রাবণধারায় বৃষ্টির অঝর কান্নায়,
কিম্বা চৈত্রের খরতাপে আজন্ম তৃষ্ণায়
সেদিন

