পায়ের পাতার নিচে আক্ষরিকে বাস্তবিকই
বহুকাল সত্যি মাটি নেই —-
দাউ-দাউ আগুন শ্মশান।
তবু দৈত্য ব্ল্যাকডায়মন্ড্
তুমুল উদ্যোগী হয়ে
নিত্যদিন অভিসারে যান—-
হৃদয় খোঁড়া তো কবে হয়ে গেছে সারা,
আগুনের চেলি পরে ঠা-ঠা জেগে রাজকন্যারা,
খোঁড়া বুক পরিত্যক্ত খাদান প্রতিহিংসা ফাঁদে,
কালো হীরে লুঠে কেউ বালিটাও ছোঁড়েনিকো খাদে,
উথালি পাথালি তার লুণ্ঠিত ভরা যৌবন
চরাচর