অলীক পানে আমাদের ছুটে চলা,
ইটের উপর ইট গেঁথে যে নগর গড়ে উঠে
সেই নাগরিক দেয়ালের পেছনেও
কিছু না কিছু, না বলা গল্প থাকে। সুতো ছিঁড়ে গড়িয়ে যাওয়া শার্টের বোতাম
খাটের নিচে খুঁজতে গিয়ে বেরিয়ে আসে
প্রায় ভুলে যাওয়া হাজার মলিন বিস্মৃত স্মৃতি।
চুলের ক্লিপ, বিবর্ন টিপ, মরচে

