তোমার বৃদ্ধকাল কেটে যাবে অনায়াসেই-
আমার যৌবন বিনাশ করে তোমার জন্য লিখে যাচ্ছি সহস্র সঞ্জীবনী মহাকাব্য। ঝিলমিল,
আমি বেঁচে থাকবো আমি জানি-
আমাকে বাঁচিয়ে রাখবে তুমি তোমার নাভিমূলে;
নারীত্বের পবিত্র জলে ধুয়ে মুছে যতন করে –
আমাকে তুমি বাঁচিয়ে রাখবে ফি-মাসে।
আমি জানি, আমাকে

