তোমার ধৃষ্টতা থেকে/ শিখো নিজেকে
স্পর্ধিত/ মনের ভ্রষ্টতা থেকে/
হোঁচটে /উপড়ে যাওয়া নখে/
অবাধ্য দিনের বিফলা অংকে/ শিখো /
পলকে/ নিস্পলকে/ হাত ফসকে / যাওয়া / বেমালুম সুযোগে/
শিখো/
যাকে /অমান্য করে / ক্ষুণ্ণ হয়েছে মন/
কচকচ করেছে/ অন্তস্থ নয়ন/
যে থেকে/ পুড়েছে পরাণ/

