ঘুষ মানে বিবেক বিক্রি খোলা ফুটপাত
ঘুষ মানে নর্দমার খাবার বিড়াল কুকুর জাত।
ঘুষ মানে অবৈধ সন্তান সমাজের কীট
ঘুষ মানে চড় লাথি ঘুষি রাজনীতির গিট।
ঘুষ মানে অবৈধকে বৈধ করা আইনের গলে ফাঁস
ঘুষ মানে হত্যা করা কোমল শিশুর শ্বাস!
___________________________________
ঘুষ-রুদ্র আমিন, ০৭০১২০১৫, উত্তরা, ঢাকা-১২৩০।