ভালোবাসার সর্বনাশ
কালে কালে মহাকাল
যেন বালুয়ারি বায়ু; এই তো সে দিন বয়ে গেল
স্মৃতির উল্কি এঁকে।
তুমি ফিরে আসবে বলে
কথা দিয়ে ছিলে; অষ্ট প্রহর গুনে গুনে
কালের পাহার গড়ে।
এখন তোমায় প্রশ্ন করাই সার
আসবে না আর ফিরে; পালিয়ে গেলে সাত সমুদ্র পাড়
চাঁদের প্রহরগুলো যায় মিছে ক্ষয়ে।
সুবোধ সময় নাই আর