আবার যখন বর্ষা পাবো
সময় খুব জ্বালাতন করে
অসময়ে এসে
সময়ের খরস্রোতে
জীবন গেলো ভেসে।
ভালোবাসার বৃক্ষগুলোর
শেকড়টা বেশ হালকা থাকে
পথের বাঁকে পথ ফুরালে
কে আর কাকে মনে রাখে।
হয়নি জানা সত্যি কিছুই
বাতায়নে একলা একা
ভালোবাসার রংধনু রং
চোখে কারো যায় না দেখা।
তুমিও বেশ গভীর
কবিতা|
২ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৪১৩ বার দেখা
| ১১২ শব্দ ১টি ছবি
মধ্যরাতের চিল
সেদিন মধ্যরাতে যে হারিয়েছিলো সে কবিতা নয়
কবিতার চেয়ে কোনো অংশে কমও নয়
আমি এখন ভালো আছি, বোধ এবং প্রবোধের মাঝামাঝি;
বন্ধুপ্রতীম যে ভালোবাসা, সে হয়ত আকাশ নয়
বলতে পারো, আকাশের চেয়ে কতোটা কম হয়?
আমি জানি, যে প্রশ্নের কোনো উত্তর নেই
সে কোনো প্রশ্ন নয়, কেউ তিলকে তাল