বাণভাসি
বাড়ীর পাশে নদী, নদীর পাশে বাড়ী
একতলাতে জল, ঢেউ হয়েছে শাড়ি।
চালের পিঠে ডাল, ডালের পিঠে চাল
আজকে নিরম্বু, স্বপ্ন ছিল কাল।
বাঁধের গায়ে সাপ, সাপের গায়ে বাঁধ
ঘূর্ণিজলে লাশ, উধাও বেবাক কাঁধ।
রাত্রি জড়ায় বৃষ্টি, বৃষ্টি জড়ায় রাত
কাঁটাতারের বর্ডার, হাত জুড়েছে হাত।
দায় এড়ানো রাজা, রাজা এড়ানো দায়
উলুখাগড়ার প্রাণ, ভাঙা