এক ঝরঝর বাদর দিনে বেশ আগেই সন্ধ্যা নেমেছে। বৃষ্টিস্নাত ঝাপসা কাঁচের ওপারে দ্রুত সরে যায় দোকানগুলির আলো।
ট্রেনের জানালার পাশে বসে থাকা কণার কাছে কেমন ছবির মত মনে হয় সব! ক্লান্ত প্রহরগুলির নিঃশব্দে সরে যাওয়া ও লাগে ভালো।
– আজকাল তোমার তো কত
গত দীর্ঘ ৯ মাস ২ দিন আমার স্ত্রীর গর্ভের ভেতর বেড়ে উঠছিল একটি প্রাণের অস্তিত্ব। যা আমাকে বাবা হওয়ার স্বপ্ন দেখাচ্ছিল। আমি একটা নতুন জগতের সাথে পরিচিত হচ্ছিলাম। দিন দিন আমি আমার স্ত্রীর পরিবর্তন কাছ থেকে