বেওয়ারিশ নাস্তিক লাশ হয়ে,
এখন সে সপ্তর্ষীদলের কেন্দ্রবিন্দুতে
চক্রাকারে ঘুরছে তার চারপাশে
গজিয়ে উঠেছে হাজার পারিজাত,
জীবনের স্পন্দনে সে ছিলো অনড় শব্দসৈনিক।
কিছুদিন আগেও শব্দের বাগানে
ফুল ফুটিয়েছে যে মানুষটি,
মৃত্যু তাকে ছুঁলেও অলক্ষ্যে সে
শত কলমের জীবন স্পন্দন।
কোয়ান্টাম থিয়োরিও মিথ্যে হয়ে যায়,
প্রকৃতি কি

