গেল বার বন্যাতেও এমন হয়েছিল
তখন কেবল পানি ঢুকছিল ক্ষেতে
আর আমাদের পেটে বাড়ছিল আসমানী ক্ষুধা
বানের পানির ওমন রাক্ষুসে চোখ সাত পুরুষও দেখেনি। ওরে বাবা! কী ভীষণ খিদে তার
খেয়ে ফেলল ধানি জমি, মসলার ভিটা
হালের গরু, দুধেল গাই
মরে গেল মায়ের স্বপ্ন, ভাইয়ের আশা
ফি’বার

