চোখের সামনে মরে মানুষ হা-ভাতে;
হৃদয় সকল জানতাম আলোতে ভরা
আর নেই সে আলো ইটপাথরে ঘেরা। দুষ্টু রিপুর কবলেও বন্দী যেন মানুষ
তাই যে ছিঁড়াছিঁড়ি খুনাখুনি অসন্তোষ;
বুক ফাটা কান্না পাশবিক অত্যাচারে
চারিদিকে জ্বলছে আগুন দুর্ব্যবহারে। দুই। দীপ্ত হাসি দ্যাখি না কারো

