খুশির হাসি ডালে ডালে,
একটু খানি বাতাস হলেই
দুলতো তারা তালে তালে। একটি পাতা ভীষণ একা
স্বপ্ন ছিলো দুচোখ ভরে,
অনেক পাতার সাথে মিশে
গাছটাকে সে সবুজ করে। হঠাৎ করে এক সকালে
সেই পাতাটি গেল ঝরে,
গাছের নানান পাতার ভীড়ে
পড়লো সবার অগোচরে
সেই পাতাটি ঝরা পাতা
ধীরে ধীরে যায় হারিয়ে,
কেউ ভাবে

