সেদিন_ছিলো_রবিবার
আজ রবিবার,
মেঘবালিকাদের মন কেন জানি বেজায় ভারী!
বিদ্যুৎ মিত্রের চোখ রাঙ্গানি আর জোর ধমকেই
ওরা একটানা কেঁদেই চলে।
আমি তখন আমার ঘরে,
মহাদেব সাহাকে নিয়ে ভীষণ মগ্ন!
কোনো এক ফাঁকে কবিতার জানালা গলে
ভরা পূর্ণিমায় বেড়িয়ে পড়ি,
রুপালী নরম আলোয় ভিজে ভিজে
পথ হেঁটে চলি এক বিষণ্ন তটরেখা ধরে।
সেখানে