———- ঠুনকো এক টুকরো মেঘের মত
আরণ্যক তুমি হারিয়ে গেলে
বলিষ্ঠ গোলাপের মত তুমি ফুঁটেছিলে
এখন তোমাকে পাওয়া যায় না খুঁজে হেটে হেটে চলে গেলে আমাদের শহর ও গ্রাম থেকে
প্রতিদিন তোমার জন্য প্রিয়সী পথ চেয়ে থেকে লোকালয় ও শহর ঘুরে ঘুরে
তোমার মত পাগোল একখান জোটেনি বলে
প্রিয়সি তোমার রয়ে

