মেঘ রোদ্দুর স্বপ্ন
১
সেদিন আমাদের এলোচুল স্বপ্নরা উড়তে উড়তে আটকে পড়েছিলো পাহাড় চূডায়। ঠিক যেমন পাহাড় চূড়ায় আটকে পড়ে মেঘেরা। আমার তোমার আমাদের স্বপ্নরা। রবির প্রথম কিরণের পরশে সে স্বপ্নরা হয়েছিলো স্বর্ণরঙা। আমি হেঁয়ালি মনে পাঁচতারকা হোটেল কক্ষে বসে কফিতে চুমুক দিতে দিতে আমাদের সেই
জীবন|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৫৬৩ বার দেখা
| ১৩৩ শব্দ
কোথায় তুমি ?
ওগো প্রিয় আমার, তুমি ছাড়া কেন
কিছুই আর ভাল লাগে না ?
শুধুই চেয়ে থাকি আকাশ পানে
উদাসী মেঘে হই আনমনা।
কৃষ্ণচুড়ার বনে লেগেছে আগুন
সে আগুন আমার মনে জ্বলে,
ছায়াঘন পথের ধারে থাকি বসে
তোমার ছায়া দেখতে পাবার ছলে।
আঁকাবাঁকা পথ ধরে চলতে থাকি
যদি পাই হঠাত তোমার দেখা,
নিশুতি
পথের কথা
কালো চুলের মতো লম্বা রাত নামার পর
আমরা বেরিয়ে পড়ি নতুন পৃথিবীতে
আমরা মানে যতীন, বিভু আর আমি
ধর্মে আমরা পৃথক হলেও একই গাঁয়ে আমাদের বেড়ে ওঠা
একই আলপথে হেঁটে চলা, একই পুকুরে গোসল
তারপর কালো রাতে লম্বা ঘুম একই চৌকিতে
এভাবেই আমরা বড় হতে থাকি
বড় হতে থাকি
এবং বড়
রং নাম্বার
সুনন্দা, বলো তো এক জীবনে রং নাম্বারে আর কতো?
গতরাত থেকে সেই যে বিতৃষ্ণা আমাকে ঘিরে আছে
এতো যে বৃষ্টি হলো তাতেও ধুয়ে গেলো না!
আচ্ছা তোমার সেই চামচিকাটার খবর কিছু জানো?
সেই যে বইয়ের পোকাটা
একাই গরম করে রাখতো পাবলিক লাইব্রেরীর পাঠচক্র
তোমার দিকে কিছুক্ষণ পর পর লজ্জাবতী
আধুনিক গান ♦ তোমাকে জোসনা ভেবে
তোমাকে জোসনা ভেবে রাতকে কাছে আসতে বলি,
জোনাকস্মৃতি খুঁজতে গিয়ে, আমি আমায় হারিয়ে ফেলি।।
* অনেক কিছুই হারিয়ে গেছে,
কাগজ থেকে শব্দগুলো
হারিয়েছে মেঘ, ছায়ালতা
হাওয়ায় ঘেরা গোলাপ ফুলও
কেউ কি ভাবে এখানে এক পাহাড় ছিল
একটি পাখি দেখতো শুধু চক্ষু মেলি।।
* আমার এখন অনেক
একদিন সিগারেটে চুমুক দিয়েই মারা যাব।
লাল সবুজ সিগন্যাল হাতে দাঁড়ানো লাইন্সম্যান
বেবাক অবাক হয়ে হাত নাড়তে
ভুলে গেলে ছুটতে থাকা ট্রেন ধাঁধায় উধাও।
দুটো ডিম আর পাঁউরুটির মাঝে
ব্ল্যাককফি আর ধোঁয়ায় জারানো হারানো সময়
বাকিসব বর্ণহীন শূন্য।
ফেলে আসা যত ধোঁয়া
ধোঁয়া কাজ, ধোঁয়া কথা, ধোঁয়া প্রতিশ্রুতি
রাতের অন্ধকারে সমুদ্র উপকূলে
ধোঁয়া লাভ
কবিতা|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৩৫০ বার দেখা
| ১০৫ শব্দ