আরণ্যকের বিনয়ী হাসির মূল্য হবে কি?
কে দিবে আরণ্যকের কান্নার মূল্য?
এ পৃথিবীতে মানুষের কান্নার ভাবনার মূল্য কি মাপা যায়?
আরণ্যক বাসের জানালা দিয়ে বিশাল পৃথিবী দেখবে
কিছু বাতাস আরণ্যকের চুল উড়াবে
আরণ্যক চুপ হয়ে বসে রইবে
হয়ত সময় পেলে কারোর সাথে কথা বলবে
হেটে যাবে আরণ্যক তার রীতিমত প্রয়োজনীয় জায়গায়
বাজারে

