অভিজ্ঞ শল্যবিদ মুখ টকটকে লাল
শিরদাঁড়ায় খোঁচা দেয় ইস্পাত নল। ডোমের দারুপ্লাবিত মস্তিষ্ক কোষে
চিড়িক মারে রাশিরাশি বিস্ময়,
মাঝবরাবর চিরে দেওয়া গৃহগামিনীর
বিখন্ড যোনিতে তান্ডব নাচে
অসংখ্য কশেরুকাহীন শুক্রানু;
হাঃ! তুই ভোগ্যা গ্রামীন! অর্শদ্রংষ্ট সততার পশ্চাদ্দেশ
সিংহাসনে লেপে দেয় লোহু
ভোট-শুধু ভোট দাও- মা
মুদ্রা অঝোর বেহিসাবী;

