সমরে যাবার সঠিক পণ রক্তে দীপ্ত ঝনঝন
সেই প্রতিভা নিয়ে তারুণ্যকে করো বরণ
সফলতা পাবে তুমি ধরায় বীরের মরণ
ওহে তরুণ জীবন গড় সময়ে করো পণ।
তরুণেরা আসক্ত মাদক নেশার ফাঁদ
সন্তানের ভবিষ্যৎ নিয়ে পরিবার কাত
পাঠশালাতে যন্ত্রণা রাজনীতির উত্তাপ
ছাত্র জীবন অন্ধ্যকার বড় নেতার

