তুমি কালো বলে তোমাকে ঘৃণা করছি না,
আমি দুঃখ পাচ্ছি তোমার মনটি কালো দেখে।
তুমি হতে পারতে সুগন্ধিময় কোনো কালোগোলাপ,
কিন্তু তুমি হয়েছো কালো কাল-কেউটে!
তোমাকে আমি কালো বলে অবজ্ঞা করছি না,
কিন্তু তোমার কালো-মনে বাসা বেধেছে কালব্যাধি!
তা-ই দেখে আমি এখন বড়ই বিমর্ষ,
বন্ধু, তোমার কালো-মনে