মমি
————-
প্রত্যেক দমকে আলটাগরা ছুঁয়ে
বেরিয়ে আসছে ফুসফুসের টুকরোগুলো,
ছিটকে পড়ছে ঠান্ডা মার্বেল মেঝেয়
হাতের খসখসে তালুতে
পরিত্যক্ত সুতোস্মৃতির কোণে।
নিকোটিন আঙুলছাপ
আর দুর্গন্ধযুক্ত টুকরো, গোলাপী
রঙ হারিয়েছে উশৃঙ্খল মত্তগ্রামে।
আজ আর পরোয়া করিনা,
হৃদয়পিন্ড ছাড়াই বেঁচে এসেছি এতদিন-
এবার নাহয় ফুসফুস ছাড়াই বাঁচি!