———————-
এত জিনিস ছড়ানো কেন!
এত অগোছালো!
অসমাপ্ত হেওয়ার্ডসের ক্যান
কচিকাঁচার রথের মেলার বুড়ো আংলা
আধ খাওয়া পেঁয়াজের টুকরো
এক পাটি ফিতেখোলা উডল্যান্ডস জুতো
এত ভাঙা হিসেবের কুচি
কি কাজে লেগেছিল এত নিস্ফলা দিন! বাথরুমের টাইলস বেয়ে
নেমে আসা লতা পাতা মেলেনি কোথাও
ফ্ল্যাশ করতে ভুলে যাওয়ার
প্রাক সেকেন্ডে উপচে পড়া
অযাচিত আগন্তুক অসবর্ণ কবিতার দল
জলের তোড়ে

