—————————– ১
কবিতা তোমার কী হয়েছে চিকনগুনিয়া?
তোমার মতো আমারও যে ইনসমোনিয়া! ২
কার্পেট থেকে ধুলি উড়ে কতো পরিপাটি
মশাগুলো কেমন তরো হয় না কেনো মাটি? ৩
চিকন চিকন কথাগুলো ভুলতার মতো হুল
টিলার উপর ঘুমিয়ে আছে কার মনের ভুল? ৪
ভুল দেবো ফুলও দেবো এসো আবার ফিরে
পাজি প্রেম যুগে যুগে স্বার্থ ফুরোলেই

