একসময় রাত, দিন, সন্ধ্যা, আমার দখলে ছিলো।
সময় ছিলো। সময়ের সাথে খুব ঘনিষ্ঠতা, যেমন কাছে থাকলে যেভাবে ইচ্ছে খেলা যায়, সেভাবে খেলেছি।
তাদেরও কোন আপত্তি না থাকায় অতি প্রিয় হয়ে উঠেছিলো, কি গভীর পারসপারিক সম্পর্ক ছিলো আমাদের।
এখন আর নেই!
এখন কতিপয় কটিরাত আমার দলে,
তাও গুপ্তঘাতকের মতো কটি