বর্ষা ঋতুর খরা মাঠে ফসল পুড়ে।
কৃষক চিন্তিত মাঠে বীজতলা নিয়ে
আমন চাষীর নীড়ে বৃষ্টি নাই জিয়ে।
আবাহওয়ার বদলে দূর্যোগ ঋতু ভরে
প্রকৃতির নীলা-খেলা সব প্রভুর ঘরে।
কোন খানে খরা কোথাও জলে ভাসে
ত্রাণের জন্য বান ভাসিরা ছুটে আসে।
আইলা-সিডর দূর্যোগ দু’দশকে মিলে
জলবায়ুর বিরুপ চাপ

