দু’নয়ন জুড়ে ঘুম নাই চিন্তা ক্ষনে
চৌকিতে শুয়ে ভাবনা মুক্ত মনে।
বাদলের দিনে ঘন-ঘন মেঘ ডাকে
ঠাঁই নাই তিল ধারণ গগন ফাঁকে।
দিন-ক্ষন যায় প্রাণে থাকে ভার
সম্বলহীন হাত বুদ্ধি খায় মার।
স্বল্প হাতে সঞ্চয় যদি কাজ হয়
পথে চলার মনোবল প্রাণের খয়।
অস্থির প্রাণে স্বপ্ন ধরা গগণ জুড়ে
ইচ্ছে ডানা মেলে