মোড়ল মুখে যতসব শুনি জনসেবার খাস বুলি
যাদের কথা ফাঁকি-বাজি তাতেই চলে কলকাঠি
লোক সমাজে চলতে সত্য-মিথ্যার প্রতিশ্রুতি।
প্রতিশ্রুতি ঠিকঠাক সুযোগ খুজেন আছে ফাঁক
জনতার কাছে ছলÑচাতুরি যতদিন টিকা যাক
ক্ষমতা থাকে যতক্ষন জনসেবা করে ঢেড় গুণ
কর্মের চেয়ে বেশি বকন প্রতিশ্রুতি

