কোন আগুনে জাগে এত্তো তৃষা,
কিসের কারণে বিমনা চিত্ত
কোন দহনে জাগে উদ্রেক- বিবমিষা! কে তুমি বাজাও বাঁশি
শাল পিয়ালের বনে
কার জন্য সাজাও শশী
চন্দ্র মল্লিকার উদ্যানে পাখীর ডাকে
কেন ধুকপুক উঠে বুকে?
কেন জ্যোৎস্না হাসে
যখন বাতাসে ফিসফিসনি শব্দ ভাসে; লুব্ধ দৃষ্টিতে এতো

