পাখি ডাকে মন খুলে আযান শুনি কানে।
মধুর সুরে পাখির গান আম বনের থানে
শালিক-ঝেচু সব নাচে কোকিলের তালে।
পাখিদের ডাকে ঘুম ভাঙ্গে প্রত্যেহ ভোরে
প্রত্যুষে প্রার্থনা করি পাখিদের ডাক শুনে।
সতেরো সালের শেষ ফাল্গুনে অফুরন্ত গান
কতদিন শোনা যায়নি কোকিলের কহুতান।
ফাল্গুন-চৈত্রে

