পশ্চিমের হাওয়া ধুলোবালি জুড়ে।
বসন্তের শোভা মিলে শিমুল ফুলে
কোকিল ঘুম ভাঙ্গে মধ্যরাত মুলে।
রাস্তার ধুলো-বালি বাতাসে উড়ে
নীরবে মশামাছি ঘ্যানভ্যান সুরে।
প্রকৃতির বুকে শুষ্কতা খাঁখা করে
বৈশাখীর তান্ডবে মশামাছি মরে।
রবি শষ্যের তরে জমি করে চাষ
ফাল্গুন-চৈত্র মাসে তাপে মরে ঘাস।
ঋতু বদলে ঘরে-ঘরে অসুখের

