আমার মধ্যেই খেলে যায় প্রশান্ত মহাসাগরীয় ঢেউ।
আমার মধ্যেই এ্যাসফল্ট, ল্যাটেরাইট,
মোনাজাইট রয়ে গেছে ছড়ানো ছিটানো। যা কিছু পৃথিবী থেকে হারিয়েছে মানুষ
আমাকে খনন করলে পাওয়া যাবে,
সেইসব ফুরিয়ে যাওয়ার ধ্বংসের নিদর্শন।
আমার মধ্যেই শায়িত আছে মুছে যাওয়া নদী। হাজার জন্ম ধরে আমার শিরা উপশিরায়
বয়ে চলে

