জুলাই ১২, ২০১৭ বিভাগের সব লেখা

পরিচয়
পরিচয় আমার মধ্যেই গভীর অ্যমাজনের রেইন ট্রী।
আমার মধ্যেই খেলে যায় প্রশান্ত মহাসাগরীয় ঢেউ।
আমার মধ্যেই এ্যাসফল্ট, ল্যাটেরাইট,
মোনাজাইট রয়ে গেছে ছড়ানো ছিটানো। যা কিছু পৃথিবী থেকে হারিয়েছে মানুষ
আমাকে খনন করলে পাওয়া যাবে,
সেইসব ফুরিয়ে যাওয়ার ধ্বংসের নিদর্শন।
আমার মধ্যেই শায়িত আছে মুছে যাওয়া নদী। হাজার জন্ম ধরে আমার শিরা উপশিরায়
বয়ে চলে পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৭০ বার দেখা | ৬৩ শব্দ
কষ্ট ... বোদ্ধা কবি
কষ্ট বোদ্ধা কবি জানো দিনদুপুরে কষ্টলুকানো কতোটা কঠিন?
বাতাসের বেড়া ভেঙে ভেঙে কতো পাখি উড়ে
আকাশের শামিয়ানা ছিঁড়ে কতো না বৃষ্টি ঝরে
তবুও হাজার কষ্ট লুকাই শিষ্টজনের মতো রুটিন! কিছু কষ্ট তুলোর পেঁজার মতো উড়িয়ে দিতে
চাই কিছুদূর
সমুদ্রের ফেনার মতো ওরাও এসে হাজিরা দেয়
ডানকানা ভোর! আরও কিছু স্টক কষ্ট আছে পড়ুন
কবিতা | ৮ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৬৮ বার দেখা | ৬৪ শব্দ
জীবন যুদ্ধ
অংকুর থেকে পুড়ছি তুষের অনলে
জীবন যুদ্ধের লড়াই সংসার মহলে
সুখ পাই কোন ক্ষনে বিধাতা জানে
জীবন যুদ্ধে ব্যস্ত প্রতি কর্মের টানে ।
ছাত্র জীবন শেষে ভালো কর্মের খোঁজ
চাকুরি করব না সমাজ সেবায় ঝোঁক
যুবকের কর্ম নাই বেকারত্বের ক্ষোভ
হতাশা ভরা প্রাণ জীবন যুদ্ধেই কোপ।
চারদিকে সন্ত্রাস বেকার যুবকের কাজ
দেশ-জাতি পড়ুন
ছড়া ও পদ্য | ৮ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৬৮০ বার দেখা | ৮২ শব্দ
পারছিনা...কিছুই হচ্ছেনা
পারছিনা -কিছুই হচ্ছেনা ।। দাউদুল ইসলাম নাহ!
হচ্ছে না,
কিছুই হচ্ছেনা, মন প্রাণ জীবন দিয়েও না
রক্তে ঘেমে জল
আকণ্ঠ পান
তিয়াস মিটছে না, অন্তর পুড়ে অনল
মনে জমে ছাই, উৎকণ্ঠা- হতবিহবল;
চোখের নিকটে ভুকা মুখ
চাইনা আর- সাধ্য সংকটে থাকুক
সরলের দৃষ্টি
পবিত্র মিষ্টি, প্রাণের গরলে
তোলে ঝড়- তীক্ষ্ণ নখের আঁচড়;
কণ্টক নয় কণ্টক নয়
চরণ পড়ুন
কবিতা | | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৭০৬ বার দেখা | ১১৪ শব্দ
যা যা চোখে পড়ছে
যা যা চোখে পড়ছে [] যা অবশিষ্ট থাকছে সবটুকু মেদ। পুষ্টিহীন পাঁজর কিংবা
ধ্যানহীন মুণ্ডুকে আমরা মেধাবী বলবো কী না –
তা বিবেচনা করছি পুনর্বার। দেখছি, আগেই যাদের
মুণ্ডুপাত ঘটেছে, তারা এখনও দখল করে রেখেছে
সংবাদের শিরোনাম। আর যারা জল তুলতে নদীঘাটে গিয়ে,
আর ফিরতে পারেনি- তাদের প্রতিই জগতের
সকল পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৩২ বার দেখা | ৮১ শব্দ
পরাবাস্তব ভোর (একটি দীর্ঘ কবিতা)
পরাবাস্তব ভোর (একটি দীর্ঘ কবিতা) দেখছি গোপনে
অনন্ত অতীত থেকে
ভেঙ্গে টুকরো টুকরো
অনিবার্য স্মৃতির সিঁড়ি
অন্ধকারে বাজছে বাঁশি মিহি সুরে
অনৈতিক সময়
অপেক্ষা এক অলিখিত প্রণয়
তুমি দেখাও এলোমেলো খোঁপা
যেন সন্ন্যাসের ক্লোন
ঝলসে ওঠা উনুন ক্ষয়ে যাচ্ছে প্রতিদিন
বিনয় সম্ভাষণে তবুও ডাকছো
রবীন্দ্র নজরুল
ভেঙ্গে গেলে খেলাঘর
অবহেলায় পড়ে থাকে
ছোটবেলার বউ – বর
চিকন সূতায় গাঁথা নীড়
খাঁচার ভেতর
জারজ পড়ুন
কবিতা | ৫ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৭৯০ বার দেখা | ২২৪ শব্দ
এই অন্ধকারে
এই অন্ধকারে এক্ষুনি তোমাকে আদর করার ইচ্ছে হচ্ছে
জানি তোমার পায়ে ক্র্যাম্প
মাইগ্রেনের ছটপটে যন্ত্রণা
তোমাকে বাধ্য করেছে বাথরুমের দিকে ছুটে যেতে
একরাশ তরল আর চটকানো
অপাচ্য হলুদ ছিটকে বেরিয়েছে
দুর্গন্ধ আর ভুলভাল সংসার জীবনের
সব ক্লেদটুকু নিয়ে :
তোমার গত পর্বের ঝাঁ চকচকে
সর্ষের সবুজাভ হলুদ
শেষ বিকেলের আলো গায়ে
লাল কালো মেঝের পুরনো বিষ্ণু পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৩৮ বার দেখা | ১১৫ শব্দ
দুপুরের রোদে ঘাসফুল
নীরবতার ঘনত্ব বুঝিয়ে দেয় হাত ঘড়ির টিকটিক শব্দ
ঝি-ঝি পোঁকা ছাড়া আর কোনো মহৎ কবির গান নেই
প্রিয় অরুন্ধতী, তোমাকে না- ভুলে আছি নিজেকেই।
দিন দিন প্রতিদিন রক্তে ভেজে মৃত্তিকা
মানবতার ওষ্ঠে জমে প্রতারক ধুলো
অন্ধগলির পতিতা শেখায় সীতার সতীত্ব;
বড়ই আজব এদেশ এসময়, অরুন্ধতী!
দুপুরের টানাপোড়েনে কাটে রাত্রিদিন
একটি শিশু ধীরে পড়ুন
কবিতা | | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৭০২ বার দেখা | ৮১ শব্দ
আল মাহমুদের কবিতা
কবিতা এমন কবিতা তো কৈশোরের স্মৃতি। সে তো ভেসে ওঠা ম্লান
আমার মায়ের মুখ; নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি
পাতার আগুন ঘিরে রাতজাগা ভাই-বোন
আব্বার ফিরে আসা, সাইকেলের ঘন্টাধ্বনি–রাবেয়া রাবেয়া–
আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট! কবিতা তো ফিরে যাওয়া পড়ুন
কবিতা | | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৭০৩ বার দেখা | ১০২৩ শব্দ
এই বেশ ভালো আছি
এই বেশ ভালো আছি
কেউ ঘুমায় দামি খাটে
কেউ বা ফুটপাত,
ঘুম তো হয় দু”পক্ষেরই
নেই তো কোনো তফাত। এই বেশ ভালো আছি। খাট নেই পালন নেই
তাতে কি আসে যায়,
ঘুম তো হয় আরামে
এই মাটির বিছায়। এই বেশ ভালো আছি। বিছানা যেমন তেমন
হোক তা এলো-মেলো
আমার পড়ুন
কবিতা | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১০২৫ বার দেখা | ৭২ শব্দ ১টি ছবি