চৌদ্দশ তেইশ ছাব্বিশ চৈত্রে আরামে নদীর ধারে
মটরবাইক চড়ে গেলাম সাপটে বসি দক্ষিণ পাড়ে
বড়শি আর ফিকাজালে মাছ ধরেন কয়জন জেলে
ডুবে দু’জন পাথর তুলে ধার স্তুপে রাখেন ঢেলে
বাটা-চিলি মাছ ধরে হাত উচিয়ে ডাঙ্গায় ফেলে।
উজানে ভারত বাঁধ জলহীন করতোয়া মরন ফাঁদ
চোখ জুড়ায় সবুজ মাঠ ফাঁকে চিকচিক