বড় বেশি প্রয়োজন বোধ করি তোমাকে আজ
নিজেকে বড় অভাবী মনে হয়
ঠিক এমনটি হয়তো বা মনে করে না-
কোনো পিতৃ-পরিচয়হীন রাস্তার শিশু।
রাতের প্রত্যেকটি তারা-নক্ষত্ররাজি
তোমার প্রতীক্ষায় অবসন্ন,
এখনও অস্তিত্বের গানে নির্ভুল ভূমিকায়
আরশোলা, বিপন্ন প্রজাতির প্রাণি, বেলা শেষের
লাল টকটকে সূর্য।
–
যা কিছু আমি বুঝতে পারিনি
যা কিছু আমার বোধগম্য হ’লো না