প্রিয়তমাসু
প্রিয়তমাসু, লাল কাঁকরের পথে মাঝে মাঝে পায়ের চিহ্নটি রেখে যেও,
অবলা, লাজুক আমি মনের কথা কইতে নারাজ
শুধু আমার নকল মুখগুলি ধরে আদর করে যেও
তাদের সাথে একটু প্রেম করে যেও, সে মুখ যদিও কখনই
বলেনিকো আর বলবেও সে আমি, কী দুর্বিষহ আমি!
আসল মুখটি যে আমার ক্ষতবিক্ষত