রোজার ঢালে দিব্যি আড়াল ছিলো তাদের কঙ্কালসার দেহ
সিয়াম সংসার
বস্তুত তারা কখনো ঈদ চায়নি
ঈদে তাদের ভয়
চারদিকের আনন্দ জোয়ার, নতুন জামার কটকটে স্বর
ম ম করা কস্তূরী আঁতর;
তাদের জন্য এ সবিই- নিরানন্দের দারিদ্রে চাবুকের আঘাত!
এক মাস বেশ দিব্যিই ছিলো
দিনান্তের শেষে তিন

