পরিচয় তা অজানা কত সে মহান;
সুন্দর এ বসুন্ধরা তাঁর আঁকা ছক
আকাশ ভূতল গ্রহ তারা কোটি প্রাণ।
যোগ বিয়োগের অঙ্ক কষা নিরবধি
অদ্ভুত সৃজন তাঁর, মানব জীবন;
পথিক চলে, ঠিকানা ওই সমাধি
সাথি যার হাসি কান্না অনন্ত স্বপন। প্রতিচ্ছবি ব্রহ্মাণ্ডের,দারুণ উপমা
এঁকেছেন মানুষের দুর্বোধ্য হৃদয়ে;
যেথা সূর্য উঠে

