একাকার এক বিবর্তন কালের আঁধার
বার বার আমার শূন্যতা
আমাকে ফেরায়; নতজানু কালের প্রদাহ
তোমার শূন্যতা তোমায়।
এমনি বিনিসুতার মালা
চাইতে তোমায় নিক্তি নিয়ে ঢলে পরা সাঁঝ
যতই গিঁট বাঁধে! শুদ্ধতায়
তা, আবার সেই শূন্যতায় মিলায়।
বৃষ্টি ছোঁয়া মুর্চ্ছনা
মিছেমিছি কাঁদায় তোমায়, বির্মষ জলছবি
বাদল দিনের সিক্ততায়
বেদনায় জোড়ায়; সেও তো মু্ছে যায়
আবার তোমার