এ পথ যে কোথায় গেছে জানেনা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। বয়াতীর হাড্ডিসার শরীর লেপ্টে রাখে ঘামে ভেজা জবজবে পলিস্টারের পাঞ্জাবী। সেই কবে বালকের হাত থেকে লেবেঞ্চুস ধুলায় পরেছিল আর হাওয়ায় উড়ে গিয়েছিল বর্ণিল মোড়ক। তারপর তিস্তা শুকিয়ে বয়াতীর শরীর, পদ্মা পলিস্টারের পাঞ্জাবী। বাবা
কেমন এ উত্তরণ
জনম লগনে দেখিনু কত সুন্দর ভুবন
যখন এলো তবে শৈশব কিশোর ক্ষণ
ছিঁড়ে গেল সহসা মার কোলের বাঁধন।
পেলাম কত বন্ধুজন
ভেবেছি শুধু খেলায় বুঝি কাটে জীবন
শুরু তবে কতো সব বই পত্তর পঠন
বুঝিনি কখন যে উঁকি দিয়েছে যৌবন।
অনুভবি কি শিহরণ
হৃদয়েও জাগে প্রেম মমতা অনুক্ষণ
খূঁজে ফিরে যেন
একটি আধুনিক গান
বুকের আকাশ ছাউনি করে সাজিয়ে রাখি মাঘের সকাল
শীতের শিশির ডাকে আমায়, কুড়াতে যাই সবুজ প্রবাল।।
* যাও যদি এই জল পোহাতে আমার সাথে
দেবো কিছু শিশির তুলে তোমার হাতে,
পরখ করে ছুঁতে ছুঁতে
জড়িয়ে নেবে সব মায়াজাল।।
*জলের কাছে আছে দেখো কত দেনা
পাতায় পাতায় ভালোবাসার মুক্তকণা
তোমার জন্যে
আভিধানিক অর্থে- শিক্ষা হচ্ছে, শেখা, অভ্যাস, অধ্যয়ন, জ্ঞানার্জন, চারিত্রোন্নতি। সু-অভ্যাস বা ক্রমাগত অনুশীলন শিক্ষার অপরিহার্য অঙ্গ। ল্যাটিন শব্দ Educo থেকে ইংরেজী Education শব্দের উৎপত্তি। Educo শব্দের মূলগত অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়- E = Out; duco = to lead, to draw out