মিঠা বোল
যে ছেলেটা বেহালার ছড়ড়ায় করুণ সুর বাঁধে
তার নাম জানতে চেও না
সে থাকে আঁধারের হুডিগুণ্ঠনে
সে শুধু গান তোলে কান্নার সুরকীর্তনে।
এই ছেলে মায়ায় মায়া
এ বড় অধরা, অবনত মাথার ঝাঁকুনি শুধুই
সে বুঝবে না হারিয়ে যাওয়ার মিথ
ডুবে যাওয়া সূর্যের ফের ফিরে আসবার আকুলতা।
ছেলেটি সুরে সুরে রোদন
কড়ে আঙ্গুল
ফিরে যাওয়া সেই জীর্ণ দ্রাঘিমায়
যেখানে সেখানে বর্ণহীন জীবনও রঙিন প্রজাপতি।
__________________________
___ রেটিং বাটনে ক্লিক দিতে পরিশ্রম কম
রেটিং চর্চা অব্যাহত রাখি আসুন। ধন্যবাদ।
পৃথিবীর শেষতম মুরগিগুলোকে রাষ্ট্রের খামারে ভরে রাজা সিদ্ধান্ত নিয়েছিলেন- রাজপরিবার ছাড়া সকল শেয়ালরা শুধু নিরামিষ খাবে। শেয়ালরাজ্যে আমিষ নিষিদ্ধ।
নিরামিষ খেতে খেতে শেয়ালদের শিকড় গজায়। দেহ থেকে বের হয় মলিন পাতা, শুকনো ডালপালা। শেয়ালেরা নিরামিষে পরিণত হবার পরে রাজা ধরে ধরে আস্ত নিরামিষ খেতে
রক্তপাতের কথা ও কাহিনী
মেয়েটা বলছিল
আমি শুনছিলাম
ফোনের ওপারে সামুদ্রিক জলোচ্ছ্বাসের ভয়ঙ্কর তান্ডব
বলতে বলতেই মেয়েটার গলা বুজে আসছিল
বলতে বলতেই মেয়েটা কাঁদছিল অনর্গল
মাত্র দশে বাবার কথা শোনেনি বলে দুটো ছোট্ট ছোট্ট পা
বেঁধে তাকে হেটমুন্ডু ঝুলিয়ে রাখা হয়েছিল পাক্কা এক ঘন্টা
তাকে ঝুলিয়ে রেখেছিল তারই ব্যক্তিত্ববান মধ্যযুগীয় বাবা
না,
জীবন|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৩৯৩ বার দেখা
| ২১১ শব্দ
অন্যদিন ধূসর পাহাড়ে
এখানে কোনো সবুজই থাকবে না-
এখানে থাকবে না কোনো আগুন,
আগুনের উত্তাপ,
মানুষের প্রেম,
চুমুর দৃশ্য,
সবুজের আলিঙ্গন,
থাকবে না হাত ধরে গারো মেয়েদের মিছিল।
কিছুই থাকবে না অবশেষে। একটি আলখেল্লা
শুধুই হাত বুলাতে বুলাতে দখল করে নেবে সব
হ্যাঁ- সব।
শিশুদের হস্তরেখা, গাভীর ওলানের দুধ,
বনফুলের পরাগ, যাত্রীর বাইসাইকেল
ফেরিঅলা’র হাতের সংবাদপত্র
সাংবাদিকের হাতের