অনেক আলাপ আলোচনা চলে তখন
দুপুরগুলো আকাশকুসুম ভাবনায় কেটে যায় । অন্তহীন অপেক্ষার আঙুল ধরে গভীর ভাবনায়
এক একটি দিন অপরূপ কোনো আলোর অপেক্ষায়
গভীর অন্ধকার ছেনে নিয়ে আসে । আলো বস্তুত আঁধারেরই এক রূপান্তর
আমাদের সঞ্চয়গুলি সামুদ্রিক হাঁসের মত
মগ্ন সাঁতারে সমুদ্রতীর পরিক্রমা করতে থাকে

