মে ৩০, ২০১৭ বিভাগের সব লেখা

অন্তহীন পরিক্রমা
যখন প্রেম ও ভালোবাসার পার্থক্য নিয়ে
অনেক আলাপ আলোচনা চলে তখন
দুপুরগুলো আকাশকুসুম ভাবনায় কেটে যায় । অন্তহীন অপেক্ষার আঙুল ধরে গভীর ভাবনায়
এক একটি দিন অপরূপ কোনো আলোর অপেক্ষায়
গভীর অন্ধকার ছেনে নিয়ে আসে । আলো বস্তুত আঁধারেরই এক রূপান্তর
আমাদের সঞ্চয়গুলি সামুদ্রিক হাঁসের মত
মগ্ন সাঁতারে সমুদ্রতীর পরিক্রমা করতে থাকে পড়ুন
কবিতা | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৭০২ বার দেখা | ৪৫ শব্দ
নিরাময়
খুব আদরে ডাকি প্রিয়কে
মধ্যরাতে তার চিবুক ছুঁয়ে আকাশ দেখি
তাকে আজন্ম শুশ্রূষা করি
নিস্তব্ধ রাতে গাছেদের সংলাপ শোনা যায়
থোকা থোকা নিরাময় ফুল দিয়ে
তার গায়ে শীতল চন্দনের প্রলেপ দিই
অরণ্যদেবীর মায়ায় তার চোখে
জোছনার শীতল প্রলেপ লাগিয়ে ঘুম পাড়াই
ঘুমে সে স্বপ্ন পড়ুন
কবিতা | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৯৭ বার দেখা | ৫৪ শব্দ
সনাতনী
নৈরাশ্যবাদ আমায় ছোঁয় না, যদিও আশার পথ রুদ্ধ
বক্র পথে হই না আগুয়ান; সরল পথে চলে যুদ্ধ,
সনাতনী ঠিকানা আজো ভুলিনি,
তন্দ্রা চোখে ছুটে চলি, তারই অলিগলি। জীবন যুদ্ধে হয়েছি কি জয়ী; ভাবিনি কোন দিন
কর্মই ধর্ম ব্রত মেনে চলেছি, নিদ্রাহীন
আজন্ম স্বীয় বিশ্বাসে; প্রত্যয়ের দৃঢ়তায়
দুরন্ত পথের পথিক হয়েছি কোন পড়ুন
কবিতা | ১২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১২১২ বার দেখা | ৭১ শব্দ