বলেছি ভালোবাসি
উহার সব ভূল
সব ভূল ! চেয়েও যাহা কিছু
পারিনি বলতে
তাহাই নির্ভূল
নির্ভূল ! মুখেতে বলে বলে
হয়না ভালোবাসা
এটাই সত্য
সত্য ! না বলে বুক ফাটে
তোমার চৌকাঠে
এ নহে কথ্য
কথ্য ! বুঝিয়া লও যদি
বুকেতে এক নদী
উত্তাল স্রোতধারা
স্রোতধারা ! মুখেতে বলে বলে
বলাটি শেষ হলে
হবনা দিশেহারা
দিশেহারা ! তারচেয়ে সেই ভালো
বলাটি নাই হলো
থাকুক মনে মনে
মনে

