হামাগুড়িতে ধীর লয়ে যায়;
পাপ থাকে সদা তটস্থ!
বৃত্তের শরীর ঘিঁসে
আচমকা সুযোগ পেলে;
সর্বনাশে যায় মিশে। পূণ্য সেতো লুকিয়ে রয়
বৃত্তের গহিন জলের শুদ্ধ ঝিনুক কোলে;
মুক্তা বিলাবে বলে। তীর্থ বিনে ধরাধামে
পূণ্যের নিকাশ কেমনে মিলে?
সর্বনাশে হারা জীবন
পাপ পূণ্যের দোলা চলে। ১৪২৪/১৪, জ্যৈষ্ঠ/গ্রীষ্মকাল।

