ফিঙ্গের ঠোঁটে
ছড়েছি ভেলা শস্যে রাঙ্গা জলে
গোধূলির তপ্ত লালে- মেঘের মই
ছুঁয়েছি অশোকের শানিত তরবারি-
রক্তের স্পন্দন;
ছুঁয়েছি সারেঙ্গী সুর, শঙ্খের চুম্বন
খরামগ্ন তৃষিত জমি- ঘাসফড়িঙ এর হৈ চৈ;
শুধু তোর জন্য-
থেকেছি জেগে রাত্রি, ভুগেছি অন্ধকার অথই
দেখেছি কৈলাসঝর্ণা নিরবধি চম্পা, চামেলি,জুঁই
বলতে কি

