কত কাল আগে? পরে, তার হদিস মেলা ভার
সকাল সাঁঝে সজনে ডালে
পাকপাখালির চঞ্চলতার বিভ্রমে;
সে তো চঞ্চল চপলা! সন্ধ্যাবতীর কৈশর বেলা। সাঁঝ আলোয় ডোবার ধারে নয়ন তারা হাসে
আধো আলোর লুকোচুড়ি মেখে;
জোনাক জোনাকি আলোর প্রদীপ জ্বেলে
কত সুরের গান বাজে পোকা মাকড়ের
সাঁঝ ঘনালে সন্ধ্যাবতীর

